ডুসাকের নেতৃত্বে নবযাত্রা: ঐক্য, সেবা ও সম্ভাবনার দ্বিতীয় অধ্যায় শুরু, ঘোষণা হলো দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চাটমোহর (ডুসাক)-এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬) ঘোষণা করা হয়েছে।
গত ১ এপ্রিল মথুরাপুর ইউনিয়নের তেনাচিরা তেল পাম্প সংলগ্ন ভিলেজ ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত ঈদ পুনর্মিলনি অনুষ্ঠানে ডুসাকের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও আয়কর কর্মকর্তা এম. এ. হাসেম (সেশন: ০৭-০৮), সক্রিয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল লুৎফর রহমান পলাশ, পিএসসি (সেশন: ৮৮-৮৯) ও যুগ্মসচিব এম. আব্দুর রহিম (সেশন: ৯১-৯২) সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দের উপস্থিতিতে ডুসাকের প্রতিষ্টাকালীন এবং বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুল্লাহ আল মুসা ও মোঃ মামুন সরকারের স্বাক্ষরিত প্যাডে মোঃ আলমাস হোসাইন (সেশন: ১৯-২০) কে সভাপতি এবং মোঃ আসিফুল ইসলাম অনন্ত (সেশন: ২০-২১) কে সাধারণ সম্পাদক হিসেবে আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়।

“ইতিবাচক কর্ম ও মানসিকতার বিকাশ, ডুসাক হোক সেবার নিরন্তর প্রয়াস” এই মূলমন্ত্রকে সামনে রেখে ডুসাকের গঠনতন্ত্র অনুসারে গত ২৪ এপ্রিল ২০২৫ ইং তারিখে সংগঠনের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত ডুসাকের নিজস্ব প্যাডে সংগঠনের বাকি সদস্যদের নাম প্রকাশ করার মধ্য দিয়ে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেয়া হয়।

কমিটিতে মোছাঃ শামীমা ইয়াসমিন সুমি (সেশন: ১৯-২০) সহ-সভাপতি, নিলয় সরকার (সেশন: ২০-২১) সাংগঠনিক সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পেয়েছেন স্বাধীন কর্মকার (সেশন: ২১-২২)।

চাটমোহর উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি স্থানীয় অসহায় জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ডুসাক তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান নব ঘোষিত নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটি নের্বৃন্দ জানান, নব গঠিত কমিটি অভ্যন্তরীণ ঐক্য ও বন্ধন বৃদ্ধি: ঢাকায় অধ্যয়নরত চাটমোহরের শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সংহতি বৃদ্ধি করবে। নবীন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার প্ল্যানিং এবং বিভিন্ন স্কলারশিপ ও প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবে। চাটমোহরের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য ত্রাণ, চিকিৎসা ও শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ওয়ার্কশপ, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত করে মাদকাসক্তি ও কিশোর অপরাধ থেকে দূরে রাখা, সচেতন, সুস্থ ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে ডুসাক।
সংগঠন এর সভাপতি মোঃ আলমাস হোসাইন বলেন, “ডুসাক শুধু একটি সংগঠন নয়, এটি চাটমোহরের শিক্ষার্থীদের স্বপ্ন ও সংগ্রামের এক নির্ভরযোগ্য ছায়া। আমরা চাই সবাই মিলে এই সংগঠনকে আরও মানবিক, প্রাণবন্ত ও কার্যকর করে গড়ে তুলতে এবং দায়িত্বপ্রাপ্ত নতুন সদস্যরা ও এই একই প্রত্যয় নিয়ে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক মোঃ আসিফুল ইসলাম অনন্ত বলেন, “ডুসাককে এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থী, সমাজ এবং মানবতার উন্নয়নে আমরা সকলে একত্রে কাজ করব।”

চাটমোহরের গর্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধতায় ডুসাক অদম্য পথচলা অব্যাহত রাখবে বলেই আশাবাদ ব্যক্ত করেন নবগঠিত কমিটির সদস্যরা।