অবৈধ বালু উত্তোলন ও বিক্রি করায় খানসামায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

এস.এম.রকি খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জড়িত থাকার দায়ে দিনাজপুরের খানসামায় এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর চকপাড়া এলাকায় ইছামতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তলন করায় নুর আলম (৪০) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার বলেন, সরকারী নির্দেশনা ও পরিবেশ রক্ষায় আইনবহির্ভূত ভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে সবসময় সতর্ক এবং কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।