সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানার তৈলকপি গ্রামে স্থাপিত মুরগীর খামারের দুর্গন্ধে এলাকাবাসী পাবনা জেলা প্রশাসক বরাবর লিখিত অধিযোগ দিয়েছে।
জানা যায় তৈলকপি গ্রামের আনোয়ার হোসেন গ্রামের পানি উন্নয়ন বোডেের ক্যানেলের পাশে মুরগীর খামার স্থাপন করেন। মুরগীর বিস্টা, উচ্ছৃস্টাংশের দুর্গন্ধে রাস্তা দিয়ে যাতায়াতে কষ্টকর হয়ে উঠেছে স্থানীয়দের। পরিত্রান পেতে এলাকাবাসীর স্বাক্ষরিত অভিযোগ পাবনা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে। অভিযোগ কারী আবু বক্কার, রবিউল, তারাবানু, শুকনাহার, রত্না, ফিরোজাসহ অনেকে বলেন, দুর্গন্ধের কারনে তারা কস্ট বসবাস করছে।
এব্যাপারে খামারের মালিক আনোয়ার হোসেন বলেন, আমি সাঁথিয়া যুব উন্নয়ন অফিস থেকে প্রশিক্ষন ও লোন নিয়ে মুরগী পালন শুরু করি। এছাড়াও খামার করতে সরকারি নিয়মনীতি মেনে ব্যবসা করছি। কারো তেমন কোনো সমস্যার কথা শুনিনি। একটি স্বার্থানেসী মহল আমার ব্যবসা দেখে ঈর্শ্বানীত হয়ে আমার ব্যবসা প্রতিস্ঠানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
