ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
‘যুদ্ধ চাই না, শান্তি চাই’ স্লোগানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও শিশুসহ গণহত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সরকারি এস এম স্কুল এন্ড কলেজ মাঠে সমাবেত হয়। পরে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ঈশ্বরদী বালিকা বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে রেলওয়ে ইন্সিটিউটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘ফিলিস্তিনে যা ঘটছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। এই বর্বরতা বন্ধ করতে হবে।’ তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম দেশগুলোর প্রতি একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানানোর দাবি জানান। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ইসরায়েলি পণ্য বর্জনেরও আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হিউম্যানিস্ট মুভমেন্টের মাসুম পারভেজ কল্লোল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহিম মেহেরাব, তামিম হেসেন , সাজিদ প্রমূখ।