কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কলমাকান্দা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও ধর্মঘট কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে থানা মোড় এলাকায় এসব কর্মসুচী পালিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আলী ওসমান, উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম হামিদী, সহ-সভাপতি হযরত মাওলানা মোসলেম উদ্দিন, মুফতি মো. জয়নাল আবেদীন, হাফেজ আমিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান হাবিবী, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী উসমান মুক্তিবাদী, আইন বিষয়ক সম্পাদক লুৎফর রহমান ফারুকী, প্রভাষক মোস্তাফা কামাল প্রমূখ।