চাটমোহরে অগ্নিকান্ডে পুড়ে মারা গেছে ৯ ছাগল

পাবনার চাটমোহরে আগুনে পুড়ে মারা গেছে ৯টি ছাগল। অগ্নিকান্ডের ঘটনায় দুইটি ঘর ভস্মিভূত হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার হরিপুর ইউনিয়ন ধরইল গ্রামে এ অগ্নিকান্ডের দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, ধরইল গ্রামের দরিদ্র আঃ সালামের ছাগলের ঘরে মশার কয়েল জ¦ালিয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। রাত ১টার দিকে ছাগলের ডাকাডাকিতে বাড়ির লোকজন উঠে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু তাৎক্ষনিক আগুন নেভানো সম্ভব হয়নি। প্রতিবেশীরা এসে আগুন নেভানোর আগেই আঃ সালাম ও পাশের বাড়ির আবুল কালামের দুটি ছোট ঘর পুড়ে যায়। আগুনে পুড়ে মারা যায় ৯টি ছাগল। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ লাখ টাকা।

এলাকাবাসী জানান, আঃ সালাম দরিদ্র ব্যক্তি। ভ্যান চালিয়ে ও ছাগল পালন করে জীবন যাপন করতো। ছাগলগুলো পুড়ে মরে যাওয়ায় সে অনেক ক্ষতিগ্রস্থ হলো।

হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পরিদর্শন করে কিছু শুকনা খাবার ও সহায়তা দেওয়া হয়েছে।