পটুয়াখালী ১৩২০ মেগওয়াট সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট এর জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প এর অধীনে সরকার অনুমোদিত ক্ষতিপূরণের অতিরিক্ত ১৫০% অনুদানের অর্থের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এর আয়োজনে ৪০ জনের মাঝে এ ক্ষতিপূরনের ৮১ লক্ষ ১১ হাজার ৬৩৩ টাকার চেক বিতরণ করা হয়। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ-১৯৮২ অনুয়ায়ী অধিগ্রহণকৃত দেবপুর, পাঁচজুনিয়া ও চালিতাবুনিয়া মৌজার ভ‚মির মালিকগনের মাঝে এ চেক বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, আরপিসি এল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান, এপিএসসিএল এর প্রকল্প পরিচালক মো.কামরুজ্জামান ভ‚ঞা, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, ধানখালী ইউপি চেয়ারম্যান মো.রিয়াজ তালুকদার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।