খানসামা উপজেলায় মাস্ক পড়লেই ফুলেল শুভেচ্ছা,না পড়লে মাস্ক দিচ্ছে পুলিশ

“মাস্ক পড়ার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ” ¯েøাগানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান সড়কে চলাচলকারী পথচারী, চালক ও যাত্রীদের মাঝে মাস্ক ব্যবহার করলেই ফুলেল শুভেচ্ছা ও যারা ব্যবহার করছে না তাঁদেরকে মাস্ক বিতরণ করছে খানসামা থানা পুলিশ।

রবিবার (২১ মার্চ) দিনব্যাপী বাংলাদেশ পুলিশের নির্দেশনায় খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে প্রায় ১০০০জনকে ফুলেল শুভেচ্ছা ও ২০০০ জনের মাঝে মাস্ক বিতরণ করে থানা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস হোসেন,ওসি শেখ কামাল হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান, বিট পুলিশিং ইনচার্জ,সহকারী বিট ইনচার্জগণ ও থানা পুলিশ সদস্যগণ।