পাবনার আতাইকুলায় জোর পূর্বক জমি দখলের অভিযোগ সন্ত্রাসীদের সহায়তায় টিন দিয়ে ঘেরাও

পাবনার আতাইকুলার বনগ্রাম ক্রয়কৃত জমিতে সন্ত্রাসী কায়দায় দিনে দুপুরে টিনের বেড়া দিয়ে জোর পূর্বক দখলের অভিযোগ। কোন ব্যক্তি বা গোষ্ঠী আইন শৃংখলার বিঘœ ঘটানোর চেষ্টা করলে কঠোর হাতে দমন করার কথা জানান আতাইকুলা থানা পুলিশ।
জানাযায়,পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া গ্রামের মোতাহার খার ছেলে আঃ খালেক খান উপজেলার বনগ্রাম মৌজার আর.এস ৫৬৫ খতিয়ান ভুক্ত ১০৯৩ দাগের ৫১ শতাংশের কাতে ১৭ শতাংশ ভ’মি শ্রী সুভাষ কর্মকার ও শ্রী ঝন্টু কর্মকারের নিকট থেকে ৮৭২৯ নং দলিলে ২৮/১০/২০২০ সালে সাঁথিয়া সাবরেজিষ্টার অফিসে কবলামুলে আঃ খালেক মালিক হন। তিনি ভ’মি ক্রয় করে সাঁথিয়া ভুমি অফিসে ২২৯০ (২০-২১) নং নাম খারিজ করে ভোগ দখল করছেন। বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সামনে উক্ত ভ’মিতে বাড়ী ঘর নির্মানের জন্য বালি ফেলেন। এমতাবস্থায় গত ২০ মার্চ শনিবার সকালে স্থানীয় ২০/২৫ জন লোক সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিতে টিন দিয়ে চারদিকে বেড়া দিয়ে ঘেরাও করে।
এদিকে উক্ত জমির অন্য ওয়ারিশ শ্রী বাবুলাল কর্মকার গংদের নামে পাবনা জেলার সাঁথিয়া উপজেলা সিনিয়র সহকারি জজ আদালতে বাটোয়ারা মামরা করেন খালেক। যার নং ৪২/ ২০২১। এ মামলা বিচারাধীন। আদালত বিবাদীদের নামে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান,জমি সংক্রান্ত ঘটনা দেখার দায়িত্ব পুলিশের নয়। বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে। কোন ব্যক্তি বা গোষ্ঠী আইন শৃংখলার বিঘœ ঘটানোর চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।