রাজশাহী-নওগাঁ সড়কের বায়া ব্রীজ ফাটলে দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ

রাজশাহী-নওগাঁ মহাসড়কের মহনগরীর উপকন্ঠে অবস্থিত বায়া ব্রীজ ফাটল ও দেবে যাওয়ায় যানবাহন ও পথচারী চলাচলে ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরের পরে ব্রীজটি হঠাৎ করে ফাটল ও দেবে যায়। ব্রীজটি দেবে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে পাশের ব্রীজ দিয়ে যানবাহন ও পথচারী চলাচল করছে। সংশিষ্টরা জানান,বায়া ব্রীজে ফাটলের বিষয়টি লক্ষ্য করার পর ব্রীজের উপর দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। শুক্রবার এবিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গোলাম মোস্তফা জানান, বর্তমানে রাজশাহী -নওগাঁ মহাসড়কের ভারী যানবাহন (বাস- ট্রাক) বায়া-দুয়ারির নওহাটা কলেজ মোড় দিয়ে চলাচল করছে। এছাড়া হালকা যানবাহন চলাচল করছে বায়া স্কুল এন্ড কলেজের বায়া হাটের পাশ দিয়ে। স্থানীয়রা বলছেন, ব্রীজটি কর্তৃপক্ষ ভালোভাবে মনিটরিং ও দেখভাল করলে এত তাড়াতাড়ি নষ্ট হতো না। এবং সড়ক দুটির বেহাল দশার কারণে রাজশাহী বিভাগীয় শহর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে যাতায়াত করতে যাত্রীদের চরম দুর্ভোগ সইতে হচ্ছে। বিশেষ করে নওগাঁর মান্দা,মহাদেবপুর,পতণীতলা,সাপাহার,পোরশা ও নিয়ামতপুর থেকে রেফার্ড করা রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পড়তে হচ্ছে আরও বেশি ভোগান্তিতে। এদিকে, রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুজ্জোহা বলছেন, বায়া ব্রীজটি ফাটল ধরে দেবে যাওয়ায় সেটি বন্ধ করে দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং পাশের ব্রীজ দিয়ে যানবাহন ও পথচারী চলাচল করছে।এবং এই রাস্তায় সরাসরি চলাচলের জন্য যত তাড়াতাড়ি সম্ভব বেইলীব্রীজ নির্মান করা হবে। ততদিন এই বিকল্প পথেই চলাচল করতে হবে যানবাহন গুলোকে।#