সুন্দরগঞ্জে আ’লীগ সভাপতির খড়ের ডিপে আগুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু সুরুজিত সরকারের খড়ের ডিপে (পলের পালায়) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে বা কারা শান্তিরাম ইউনিয়নের পরাণ গ্রামের সভাপতির নিজ বাড়ির উঠানের খড়ের ডিপে আগুন দেয়। স্থানীয় এক যুবকের চিৎকারে ঘুম জেগে উঠে প্রতিবেশিরা আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গভীর রাতে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের ইনচার্জ নারায়ন চন্দ্র বর্মা জানান, আগুনে প্রায় ১৫ হাজার টাকার খড় পুড়ে গেছে। সুরুজিত সরকারের দাবি তাঁর খড়ের ডিপে ৬০ মন খড় ছিল। এর মধ্যে ৪০ মন পুড়ে গেছে। বর্তমান বাজার দরে তার দাম ৪০ হাজার টাকা। তিনি জানান, শুধু আ’লীগ করার কারণে দীর্ঘদিন থেকে দুর্বৃত্তরা ক্ষতি সাধন করে আসছে। গত বছরেও তার খড়ের ডিপে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। তিনি মনে করেন গত ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশত বাষির্কী পালন করার কারণে স্বাধীনতা বিরোধী গোষ্ঠি তার খড়ের ডিপে আগুন দিয়েছে। এটি রাজনীতি থেকে সড়ে দাড়ানোর হুমকি সরুপ। শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম জানান, এটি একটি জঘন্নতম অপরাধ। যারাই এ কাজটি করেছে তারা অপরাধি। আর অপরাধির শাস্তি হওয়া উচ্তি। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, বিষয়টি তিনি জেনেছেন। তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
সুন্দরগঞ্জে আগুনে পুড়ল ৫ লাখ টাকার সম্পদ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের দূর্গম চরাঞ্চল ভাটি কাপাসিয়া বাদামের চর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে গরু, ছাগল, ঘোড়া, ঘর, আসবাবপত্রসহ ৫ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। আজ শুক্রবার ভোর রাতে ওই গ্রামের দছিজল হকের ছেলে তবারক হোসেনের গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত নিমিষের মধ্যে ছড়িয়ে পড়ে ৩টি ঘর, ৪টি গরু, ৪টি ছাগল, ২টি ঘোড়া আসবাবপত্রসহ ৫ লাখ টাকার সম্পদ পুড়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারটি বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। আগুনে প্রায় ৪ হতে ৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।