দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর একযুগে পদার্পন উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, কেক কাটা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, বগুড়া। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলুৃ।
বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র রেজাউল করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ফয়সল মাহমুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুর রহমান দুলু, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রহমান, বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, কালের কণ্ঠ বগুড়ার ব্যুরো প্রধান লিমন বাশার, সংস্কৃতজন আবু সাঈদ সিদ্দিকী, এবিএম জিয়াউল হক বাবলা। অন্যান্যের মধ্যে সাংবাদিক সমুদ্র হক, রেজাউল হাসান রানু, মির্জা সেলিম রেজা, এসএম কাওসার, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রæপ লি: এর বগুডা প্রেস ইউনিটের ব্যবস্থাপক কারিমুল্লাহ, মমিনুর রশিদ সাইন, ঠান্ডা আজাদ, কমলেশ মোহন্ত সানু, শফিউল আযম কমল, আসাফ উদ দৌলা ডিউক, ইলিয়াস হোসেন, এইচ আলিম, মেহেরুল সুজন, ইনছান আলী, ফরহাদ শাহী, ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ, জয়ন্ত দেব, লুবনা জাহান, সাখাওয়াত হোসাইন জনি, সাংবাদিক ইমরান হোসেন ইমন, আল আমিন, লিটন রহমান, মোস্তফা মাহমুদ শাওন, তানসেন আলম, সাইফুল ইসলাম, আজাহার আলী, আবুল কালাম আজাদ, রাজু আহমেদ, শাহ নেওয়াজ শাওনসহ বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একযুগ পদাপর্ণে কেক কাটা এবং পরে আনন্দর্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।