নওগাঁর আত্রাইয়ে 17 মাচ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপনে দিন ব্যাপী নানা কমসূচী গ্রহন

আগামী 17 মাচ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যথাযোগ্য মযদায় পালনের  লক্ষ্যে দিন ব্যাপী নানা কমসূচী গ্রহন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনটি সফল ভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতি মূলক সভা এবং বিভিন্ন উপ-কমিটির সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নিবাহী অফিসার ইকতেখারুল ইসলাম বলেছেন ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সরকারী,বে-সরকারী ওস্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।

একই সময় তোপধ্বনি দেয়া হবে। সকাল 9টায় উপজেলা পরিষদ মাঠে নিমিত বেদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অপণের মাধ্যমে ম্রদ্ধানিবেদন করা হবে।উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারী, বেসরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত

দপ্তর সমূহ, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন।

প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর পরই সেখানে কোভিট-19 সামাজিক দূরত্ব বজায় রেখে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকাল চার টা থেকে উপজেলা পরিষদ চত্বরে ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত জাতীয় অনুষ্ঠান মালা প্রজেক্টরের মাধ্যমে বড় পদায় সরাসরি প্রদশন করা হবে।গৃহিত কমসূচিতে

সন্ধ্যায় সকল সরকারী,বে-সরকারী ,আধা সরকারী স্বায়ত্বশাসিত ভবন সমূহেআলোকসজ্জা এবং রাত 8টায়

আতোশবাজি এবং রঙিন ফানুস উড়ানো অন্তভূক্ত রয়েছে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান হাফিজ, আত্রাই থানা অফিসার ইনচাজ আবুল কালাম আজাদ, আত্রাই মুক্তিযোদ্ধা সাবেক কমান্ড,আত্রাই, নওগাঁ,আকতারুজ্জামান আকতার,আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, উপজেলা আওয়ামী লীগ সভাপতিশ্রীনৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, উপজেলা যুব-উন্নয়ন অফিসার ফজলুল হক, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান আফছার আলী প্রামানিক, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা সহ উপজেলা সকল দপ্তর প্রধান প্রমূখ।#