শার্শা থানা পুলিশের অভিযানে অভিনব কায়দায় পাঁ ভাঙ্গা রোগী সেজে ফেন্সিডিল বহনের সময় জামাল হোসেন (৬০) নামে ১ মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। এ সময় বহনকারী প্রায়ভেটকার সহ চালক আজিজুল ইসলাম(৩৭)কে আটক করেছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলার বাঁগআচড়া ইউনিয়নের সাতমাইল এলাকা হতে একটি ধুসর রং এর প্রাইভেট কার ( ঢাকা মেট্রো গ-১২-৫১২৬) এর গতিরোধ করে ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন থানা পুলিশের সদস্যরা।
আটককৃত জামাল মুন্সিগঞ্জ জেলার লৌহজং ধানাধীন পয়সা গ্রামের মৃত সামাদ দেওয়ানের পুত্র ও আজিজুল শার্শা থানাধীন কাজিরবেড় গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র।
শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি মাদক ব্যাবসায়ী চক্র বিপুল পরিমান মাদক দ্রব্য নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এস আই রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সাতমাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় জামাল হোসেনের পায়ের প্লাস্টার কেটে নিষিদ্ধ ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ মাদক বহনের কাজে ব্যাবহৃত প্রাইভেটকার টি জব্দ করা হয়।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান প্রেস ব্রিফিং-এ জানান, পুলিশের প্রাথমিক জিঙ্গাসাবাদে জামাল হোসেন ও তার সহযোগী এর আগেও শার্শা সীমান্ত হতে ১২/ ১৪ বার ফেন্সিডিল বহন করেছেন বলে স্বীকার করেন এবং তা উচ্চ মূল্য রাজধানী সহ বিভিন্ন জেলায় বিক্রয় করেন বলে জানিয়েছেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরনের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র সুত্রে জানা যায়, যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা বৃহস্পতিবার সকালে ৫০ বোতল ফেনসিডিল সহ একাধিক মাদক মামলার আসামি শাহানারা খাতুন (৩৫)নামে এক নারী কে আটক করেছে। সে শার্শার লাউতাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী। এর আগেও ৬ বার মাদকদ্রব্য সহ পুলিশের হাতে আটক হয়েছিল।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক মহিলা মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল নিয়ে রাড়িপুকুর রাস্তা হয়ে যশোরের দিকে যাচ্ছে।এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ তাকে হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে মাদক আইনে মামলা দেওয়া হবে।#