মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে গাঁজাসহ এক মাদক বিক্রেতা এমদাদুল ইসলাম (২৮)কে গ্রেফতার করা হয়েছে আজ ১০ মার্চ বুধবার গভীর রাতে। জানা গেছে- মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক পরিমল চন্দ্র দেব ও পুলিশ পরিদর্শক বদিউজ্জামান এর সার্বিক তত্বাবধানে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই /ইফতেখার ইসলাম এর কাছে গোপন সংবাদ আসে একজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে বাসে এসে শেরপুর গোল চত্বরে নামবে। এই তথ্যের ভিওিতে এসআই ইফতেখার ইসলাম এর শেরপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টীম রাত অনুমান সাড়ে ১২ ঘটিকায় থেকে শেরপুর মুক্তিযুদ্ধা চত্বর এর আশপাশ এলাকায় সাদা পোশাকে অপেক্ষা করতে থাকে। রাত প্রায় ১.২০ ঘটিকার দিকে আল-মোবারাকা পরিবহনের একটি গাড়ি শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এর উওর পার্শ্বে পৌছা মাত্র পুলিশ বাসটিতে তল্লাশী শুরু করিলে সে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়ির জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে ফাঁড়ির চৌকস দলটি এমদাদুল ইসলাম (২৮)কে গ্রেফতার করে। সে দক্ষিন সুনামগঞ্জ থানার তলেরবন গ্রামের মৃত আঃ হাসিম এর পুত্র। পুলিশ সে সময় তাহার দেহ তল্লাশী করে তাহার কোমরে জ্যাকেট এর নিচে বেল্ট দ্বারা বাধা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।