রাজশাহীতে সিগারেটের প্যাকেটে মিললো ২টি স্বর্ণের বার গ্রেপ্তার ২

শুল্ক ফাঁকি দিয়ে দুবাই থেকে দুটি সোনার বার এনে গ্রেপ্তার হয়েছেন দুই প্রবাসী। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নগরীর বোয়ালিয়া থানা পুলিশ এ অভিযান চালায়। গ্রেপ্তার দুইজন হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে টিপু সুলতান (৩৫) ও আলিমনগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে জামাল উদ্দিন (২৮)। পুলিশ জানান, টিপু ও জামাল দীর্ঘ দিন ধরেই দুবাইয়ে ছিলেন। সেখানে দুটি স্বর্ণের বার ৪৬ হাজার দিনার দিয়ে কেনেন। বাংলাদেশি মুদ্রায় যার দাম ১২ লাখ টাকা। স্বর্ণের বার দুটির ওজন ২ দশমিক ৩৪ গ্রাম (প্রতিটি বারের ওজন ১.১৭ গ্রাম)। তারা দুজন ঢাকা থেকে রাজশাহীগামী একতা এক্সপ্রেস বাসের যাত্রী ছিলেন। রাজশাহী এসে নামলে তাদের তল্লাশি করে বার দুটি উদ্ধার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, পুলিশের কাছে তথ্য ছিল এদের কাছে মাদকদ্রব্য আছে। কিন্তু তল্লাশি করে সিগারেটের প্যাকেটের ভেতর সোনা পাওয়া যায়। বার দুটি শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়। এসময় টিপু ও জামাল কোন কাগজ দেখাতে পারেননি। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।