স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষ উপলক্ষে বিআরটিএ পাবনা সার্কেলের বিশেষ সেবা প্রদান। বিআরটিএ পাবনা অফিসের সহকারী পরিচালক মোঃ আব্দুল হালিম ( অঃদাঃ) জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিআরটিএ কর্তৃপক্ষ দেশ ব্যাপী বিশেষ সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বিআরটিএ পাবনা অফিস দ্বিতীয় ধাপে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ /২০২১ বিশেষ সেবা প্রদান করে। এর মধ্যে অনলাইনে লার্ণার ড্রাইভিং লাইসেন্সের আবেদন গ্রহণ করা হয় ৪৮ টি, মোটরসাইকেল রেজিস্ট্রেশন প্রদান করা হয় ১৪৫ টি এবং বিএসপিতে ইউজার নিবন্ধনে সহায়তা প্রদান করা হয় ২২ টি। তিনি আরও জানান, সেবা সপ্তাহ উপলক্ষে লিপলেট বিতরণ, মাইকিং করা, স্থানীয় পত্রিকায় এবং পিসিবি তে প্রচার করার ব্যবস্থা নেওয়া হয়।
গতকাল ৯ মার্চ সরেজমিনে অফিসের সামনে লাইনে দাড়ানো জনৈক ব্যক্তি বলেন পূর্বের চেয়ে অনেক সহজ হয়েছে । অফিসের সব কর্মকর্তার কাছ থেকে দ্রুত সেবা পাওয়া যাচ্ছে। বিশেষ করে বর্তমান সহকারী পরিচালকের নেওয়া কর্মকান্ড আমাদের সেবা পেতে সহজ করে দিয়েছে। খুব অল্প সময়ে আমরা আমাদের কাজগুলো করতে পারি। বিআরটিএ অফিসের জনৈক কর্মকর্তা বলেন, আমাদের কাজ যারা আসবেন তাদের সেবা দেওয়া। এই কাজ করার জন্য কোন রকম দালাল ধরার প্রয়োজন নেই। জনগনের সেবা দেওয়াই আমাদের লক্ষ।