মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির কার্যকরী পরিষদ ২০২১-২০২২ ইং সনের নির্বাচনে এডভোকেট কামরেল আহমেদ চৌধুরী সভাপতি ও এডভোকেট মোঃ আব্দুল খালিক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ৯টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করছেন ১৫ জন প্রার্থী। সমিতির ৩শত ৮৫ জন ভোটারের মধ্যে ২শত ৪৬ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে ফলাফল ঘোষণা করেন- সিনিয়র আইনজীবী ভূপতি রঞ্জন চৌধুরী। ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার আব্দুল মোমিত চৌধুরী। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে এডভোকেট কামরেল আহমেদ চোধুরী ১শত ৭৭ ভোট পেয়ে বিজয়ী হোন, নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট মিজানুর রহমান ১শত৩৩ ভোট এবং এডভোকেট মোঃ আমিরুল ইসলাম ২৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস ১শত ৮৩ ভোট পেয়ে বিজয়ী হোন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মোঃ আব্দুল মতিন চৌধুরী পেয়েছেন ১শত ৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোঃ আব্দুল খালিক ২শত ১০ ভোট পেয়ে বিজয়ী হোন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট মোঃ মাহবুবুল আলম রুহেল পেয়েছেন ১শত ২৭ ভোট। সহ-সম্পাদক পদে সিনিয়র আইনজীবি মোঃ মাহবুবুল আলম শামীম (২) ১শত ৭৬ ভোট পেয়ে বিজয়ী হোন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট তপন চন্দ্র পাল তপু পেয়েছেন ১শত ৫৮ ভোট। ২টি পদ যথাক্রমে সহ-সম্পাদক (লাইব্রেরি) পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন এডভোকেট সুমন দাস ও সহ-সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) পদে বিজয়ী হয়েছেন এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজী। কার্যনির্বাহী কমিটির সদস্যের ৫টি পদে এডভোকেট আশফাক আহমেদ অনিক ২শত ৬৭ ভোট, এডভোকেট সজল চন্দ্র দেব ২শত ৫৭ ভোট, এডভোকেট ইমরান মিয়া লস্কর ২শত৪৬ ভোট, এডভোকেট সাকির আহমেদ ২শত ৩৬ ভোট, এডভোকেট সুবিনা আক্তার ২শত ২৯ ভোট পেয়ে নিবার্চিত হন। নব-নির্বাচিত কমিঠিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি-সম্পাদকসহ নেতিৃবৃন্দ।