ওসমান গনি বেড়া পাবনা
পাবনার বেড়া উপজেলার নাকালিয়া একতা মানব উন্নয়ন সংস্থার আয়োজনে সমাজের সুবিধা বঞ্চিত হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ৫ টাকায় ঈদ সামগ্রী বিতরণ করেছে। আজ রোববার বিকেলে নাকালিয়া হাইস্কুল মাঠ মাঠ প্রাঙ্গনে সংস্থার সভাপতি মো. খাদেমুল ইসলামের সভাপতিত্বে এবং মেহেদী হাসান ও সবুজ পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির লাইভ সদস্য ডা.মীর শফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি – হাজী মো.ইউনূস আলি।অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাকালিয়া সাঁড়াশিয়া বনিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজ হায়দার খোকা , সিনিয়র শিক্ষক ওয়াজেদ আলি সরকার প্রমুখ৷ বিতরণ অনুষ্ঠানে ৫ টাকায় ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি,সাবান , সেমাই ছিল বলে সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য মীর মো. রফিকুল ইসলাম(কালু) জানিয়েছে।
