কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদারে ঈশ্বরদীতে অবহিত সভা

জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচীর রোগ নিয়ন্ত্রণ শাখার আয়োজনে ঈশ্বরদীতে কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদারে ঈশ্বরদীতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সম্ভাব্য কালাজ্বরের লক্ষণ, দুই সপ্তাহের অধিক জ্বর, রক্তশুণ্যতা, ওজন কমে যাওয়া, পেট পুলে যাওয়া, পরীক্ষা-নিরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা সেবা বিষয়ে আলোকপাত করা হয়।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। প্রধান আলোচক ছিলেন কালাজ¦র নির্মূল কর্মসূচীর উপ-পরিচালক ডা: আব্দুর রহিম। সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আসমা খান।

 বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। সঞ্চালনা করেন  এএসসিইএনডি’র ক্রাউন এজেন্টের ডাটা ম্যানেজার আফিউর রহমান।

প্রশ্নত্তোর পর্বে আলোচনা করেন, এস এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আইনুল হক, পরিবার পরিকল্পনার শিশু স্বাস্থ্য বিষয়ক চিকিৎসক ডা: আব্দুল বাতেন ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল লতিফ। সভায় চিকিৎসক, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।