আমরা ফ্যাসিবাদ সরকারের বিদায় ঘটিয়েছে- পুতুল

্লালপুর (নাটোর) প্রতিনিধি ঃ
আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য ফ্যাসিবাদ সরকারের বিদায় ঘটিয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমন্বিত করে দেশের সকল নাগরিকদের নিয়ে কাজ করে যেতে চায়। বাংলাদেশের ফ্যাসিবাদ ব্যবস্থা থেকে গণতন্ত্রের পথ উত্তোলনের জন্য অমরা যার যার জায়গা থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যতদিন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত না হচ্ছে ততোদিন পর্যন্ত মাঠে কাজ করে যাব।

শনিবার (২৯ মার্চ ২০২৫) বিকেলে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল মাঠে লালপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, জুলাই আগস্টে শহিদদের আত্নার মাগফিরাত কামনায় দোওয়া ও ইফতার মাহাফিলে গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মিডিয়া সেল ও মানবধিকার বিষয়ক কমিটির সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল এসব কথা বলেন।

তিনি আরো বলেন আমরা যেহেতু দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত করতে পেরেছি সেহেতু অনেক কিছু করতে পারব। সেজন্য আমাদের মাঝে এক্য ধরে রাখতে হবে। আমরা যেভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি ঠিক সেইভাবে বাংলাদেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আ: সালাম, বিএনপির সাবেক নেতা সাইদুজ্জামান লিটন, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে ইফতারের পূর্ব মুহুর্তে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই আগস্টে শহিদদের আত্নার মাগফিরাত কামনায় দোওয়া বিশেষ দোয়াসহ মোনাজাত করা হয়।