সতী


প্রত্যুষে পূবাকাশে উঠে রোজ রবি
রোদ্দুর ঝলমলে গগনের ছবি।
ভেসে আসে বিহঙ্গের পৎ পৎ ধ্বনি
মাতৃকোলে জাগরুক ছোট সোনামনি।
ভ্রমরের গুন গুন ঐ ফুলো বনে
নিসর্গের বিভূষণ দোলা দেয় মনে।
আঁধার বয়ে যাওয়া অরূণোদয়ে
জীবকুল ব্যস্ত স্বীয় কার্য লয়ে।
লালাভ ঝলমলে দিবাকর হাসি
চিকচিক টলটলে প্রতুল জলরাশি।
দিবা যায় নিশি আসে ভোর হয় রোজ
জীবকুলে গোড়াগুড়ি আহারের খোঁজ।
অমোঘ শাশ্বত এই প্রকৃতির খেলা
মানব জীবন এক ভাসমান ভেলা।
লহরীতে পরাভূত জীবন তরী
খুঁজে দেখ সেটা এক আসুরিক দরি।
মর্তে বিরাজমান জগত-পতি
খালাস মিলিবে থাকিলে সতী।