একুশ মোদের চেতনা

একুশ মানে অহংকার তুমি
বাংলা’য় কথা বলি,
একুশ তুমি চেতনা মোদের
মায়ের ভাষায় চলি।

হৃদয় মাঝে যে ভাষা আছে
তা-হলো বাংলা তুমি,
রক্তে রাঙা একুশ মোদের
বাংলা এ স্বাধীন ভূমি।

‘৫২- তে তাজা রক্ত ঢেলেছে
বাঙালী তরুণ বীর,
বাংলার দামাল ওই ছেলেরা
নতো করেনি শির।

পাক’সেনারা ছুঁড়েছে গুলি
ছাত্র সমাজের বুকে,
রাষ্ট্র ভাষা – এ ‘বাংলা ‘চাই
স্লোগান ছিলো মুখে!

সালাম বরকত রফিক-সহ
দিয়েছে কতো প্রাণ,
বাংলা তুমি এ মায়ের ভাষা
একুশ মোদের ঘ্রাণ!