এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলার ০৩ নং আংগারপাড়া ইউনিয়নের দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: শামসুজ্জোহা।
শনিবার (২৯ মার্চ) দিনব্যাপী উপজেলার আংগারপাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়ায় প্রায় ৫০ টি দরিদ্র পরিবারের মাঝে নিজ উদ্যোগে এ উপহার বিতরণ করেন তিনি।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো: শামসুজ্জোহা জোহা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় “সবার আগে বাংলাদেশ” স্লোগান ধারণ করে অসহায়-গরীব মানুষের সাথে আমার সাধ্য অনুযায়ী পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করলাম। যেন ঈদের খুশীতে ভরে উঠে প্রতিটি পরিবার।