পাবনার চাটমোহর উপজেলা পরিষদ অডিটোরিয়াম-দুইয়ে মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক কবর মঞ্চস্থ হয়েছে। শুক্রবার রাতে স্টুডেন্টস থিয়েটার আর্ট আলো-আঁধারীতে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এ নাটক মঞ্চায়ন করে। শনিবারও এ নাটকের প্রদর্শনী হয়। আসাদুজ্জামান দুলালের নির্দেশনায় নেতা চরিত্রে সাম্য, হাফিজ চরিত্রে আহসান কবির নিহাল, মুর্দা ফকির চরিত্রে সাফওয়াত রহমান সাফি, গোর খোদক চরিত্রে আসাদুজ্জামান দুলাল, মূর্তি-১ চরিত্রে সাহারুন বৈশাখী, মূর্তি-২ চরিত্রে জামিয়া শান্তা, মূর্তি-৩ চরিত্রে রুপন্তী, মেয়ে চরিত্রে রুনা, বোন চরিত্রে তানহা এবং গার্ড চরিত্রে রিসালাত অভিনয় করেন। নাটকে আলোক সম্পাত করেন শেখ জিয়ারুল হক সিন্টু। ২০ টাকা দর্শনীর বিনিময়ে বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।