স্বপ্ন ছুঁয়ে বাঁচতে পেলাম
স্বপ্ন ভাঙার ক্রন্দন
মুক্ত আকাশে উড়তে গিয়ে
পেয়েছি শিকল বন্ধন ।
ফুলের মতন ফুটতে গিয়ে
সৌরভ টুকু বিলিয়ে দিয়ে
শুকিয়ে পড়ার নিদারুণতা
নীরবতায় যাচ্ছি সয়ে ।
চঞ্চলতায় উচ্ছসিত ঝর্ণা ধারার
বাজিয়ে নূপুর
মনের ধারায় ভিজিয়ে দিতাম রৌদ্র খরা
সকাল দুপুর ।
কোনো একদিন সে নদী ধারায়
জমেছে বালুর চর
সে বালুর চরে পরিযায়ী পাখি
বাঁধে ক্ষণিকের ঘর ।
খোলা চিঠি ভরে আরো কিছু কথা
লিখে যাই আমি আজ
কত স্বপ্ন ভাঙার স্মৃতিরা এঁকেছে
পোড়া কপালের ভাঁজ ।
যার বুকে ছিল সবুজ হৃদয় ,
হৃদয়ে তে কিছু আশ —
শেষ কথা বলি, সে হৃদয়ে আজ ….
বুনো বিছুটির চাষ ।।