গুপ্ত জ্ঞান

তিনি আল্লাহ!গুপ্তের চেয়েও গুপ্ত!
তাঁর সন্ধানে তোমার আমিত্ববোধকে বিনাশ করো ধ্যানে লুপ্ত!
একত্ববোধের গভীরে হারিয়ে গেলেই পাবে তত্ত্বজ্ঞান!
ধ্যানে ও তপস্যায় আত্মিক চৈতন্য
বোধেকে জাগ্ৰত করাও জিকির স্মরণে।
আত্মবিভোর অবরোহ ও মহাশূন্যের স্থিতিতেই,
আল্লাহ তাজাল্লালি নূর সিরাজুম মনিরার অনির্বাণ শিখা জ্বলে অথই!
যার নির্গূন সজ্ঞায় মহানূর ও মহা-গুপ্তজ্ঞানের চেতনা সুশান্ত!
বিন্দ্রিত প্রেমে ও অমরত্বের ধ্যানেমগ্ন হয়ে
জীবন্ত,
আশেক স্বর্গের সুধা পান করে অনন্ত!
সমগ্ৰ সৃষ্টিরাজ্য উৎসের নির্যাসেই জ্ঞান
তুমিই যেন মহা-পরম মহা-জীবন্ত ধন!
আপন স্বকীয়তায় তোমারই দিকে সেজদা
আর কর্ম প্রত্যাবর্তন করে ঘুরে মহাপ্রেমে আদি।
তোমার বৃহৎ বিশ্বের ক্ষুদ্র বিশ্বই যেন মানব রহস্য মারফত!
তাঁকে জাগ্ৰত করাও নবীর প্রেম ও ভালোবাসার রহমতে।
মানব অন্তর আত্মার সাথেই তোমার,
জ্যোতির্ময় সত্তার মিলন ঘটলেই মানব হয় মহাত্মার স্বচ্ছনূর!
দ্বীনের মেরাজ দর্শনে আপন সুরত স্বরূপই অবয়ব আল্লাহর!
যেন মানবের ভেতরেই একক মহাচৈতন্যের গুপ্তজ্ঞান ও আরেফ তত্ত্বনূর।।