মেনু

প্রতিপক্ষ চাই

আকিব শিকদার

যে পথ ধরে হাটতে গেলে বিষের কাটা ফুড়ল না
সে কেমন পথটি চলা!
যেই কথাটি বলতে গেলে গলাটিপে কেউ ধরল না
সে কেমন কথাটি বলা!
বিপক্ষদল নাই বা যদি থাকলো
এ কেমন অদ্ভুত খেলা!
চাই; একটা প্রতিপক্ষ চাই; একটা প্রতিপক্ষ চাই।

নিন্দুকেরা যদি নাই বা নিন্দা রটালো
সে কেমন বেঁচে থাকা!
স্বাধীন সূর্য নাই বা ঢাকল মেঘে
সে কেমন মুক্তি মাখা!
ডানা যদি নাই বা ভাঙলো ঝড়ে
এ কেমন উড়ন্ত পাখা!
চাই; একটা প্রতিপক্ষ চাই; একটা প্রতিপক্ষ চাই।