মেনু

একটি রাত

// এনামুল হক টগর

হে মানব,তোমার মহান সৃষ্টিকর্তা তোমাকে আহ্বান করছে নিরব বিবেকে করো আলো জাগ্রত!
গভীর ধ্যান ও প্রার্থনার জন্য একটি বিনিন্দ্র ও বিমগ্ন রাত জেগে থাকো মুক্তি!
তাঁর পরম প্রেমে জীবনকে উৎসর্গ করো স্মরণে স্মরণে এশকে রাহে জাতপাক।
কামনা আর লোভের ছলনা গুলো বুকে নিয়ে বৈভব ও বিলাসে তুমি ঘুমিও না পাতক।
দেহের প্রবৃত্তি সব সময়ই তোমাকে নারীর সৌন্দর্য দিয়ে ঘুমিয়ে দিতে চায় কি মোহের বাসনা!
আঁধারে চুপচাপ যৌবনের কামনা গুলো কঠিন জুলুমে উত্তপ্ত অবক্ষয় বিধ্বস্ত নিশ্চয়!
সে মায়া বন্দি শেকলের অগ্নি জ্বালায় তোমাকে সারাক্ষণ বেঁধে রাখতে চাই প্রাণ বিপন্ন!
হে ক্লান্ত পথিক,হে ঘুমহীন পথিক,জেগে থাকো মৃত্যু তোমাকে স্বাগত জানবে ক্ষণকাল বিষণ্ণ!
দিগন্তের উপরে চাঁদ আকাশের উপরে তারকার রাজ্য ঝলমল আলোয় আলোয় অনুরণিত।
ঘুমিয়ে পড়লে ভয়ংকর কবর অগ্নি তোমাকে দাউ দাউ পোড়াবে থাকবে নয়নে অশ্রুপাত!
সর্তক হও,সাবধান হও,নইলে তোমার শরীর জ্বালিয়ে পুড়িয়ে দেবে ছারখার ছাই ও কয়লা।
পরম সত্যকে বন্ধুকে অনুসন্ধান করো আর নিজেকে সমর্পণ করো সরল পথ আসল।
মহান স্রষ্টার তুমি কাছে কাকতি ফরিয়াদ করো বিদগ্ধ আবেদ আচরণে বিনয়।
কতো লক্ষ লক্ষ দিন ও রাত তোমরা আনন্দ এবং বিলাসে ঘুমিয়েছো হে মানুষ অবহেলায়।
মহা-বিশ্বত্মা তোমাদেরকে ডাকছে একটি রাত জেগে থাকো নিজেকে চেনার জন্য তপস্যায়!
মিথ্যা প্রতারণার পথে হেঁটে হেঁটে জীবনকে ক্ষয় করে কি লাভ হয়েছে ভেবে দেখো বৃথা?
নিরব তপস্যায় জেগে থাকো দীর্ঘ সময় ও দীর্ঘ রজনীর পুষ্প উদ্যানে হবে মিলন যথাযথ!
তোমার প্রিয়তম সুজন একটি ঐশ্বরিক পেয়ালা হাতে দাঁড়িয়ে আছে অপূর্ব চেতনায় নির্মল!
তোমাকে পান করাবে অমৃত সুধা প্রেমের মাদক ও মহানেশায় সমুজ্জ্বল!
তা থেকে তুমি পান করো পূর্ণচতনার ভালোবাসা হে পরম বন্ধু আত্মার বন্ধন!
না হলে কবরের ভয়ংকর অন্ধকার তোমাকে আঁকড়ে ধরবে কঠিন যন্ত্রণার দহন!
শেষ যাত্রায় তুমি আর খুঁজে পাবে না আপন ঠিকানার সমুদ্র জাহাজ মোহনা!
ঘুমহীন জেগে থাকো হে সালেক,হৃদয়ে সঞ্জয় করো বন্ধুর শ্বাশত প্রেম ইতিহাসে মহাকাল!
ভালোবাসার বাঁশি বাজাও হে বন্ধু তোমার গান ও সুরে আমার প্রবৃত্তি ভেঙে চুরে জেগে উঠুক সরল!
তোমার পরিশুদ্ধ নূরের জ্যোতিতে আমার আত্মা জেগে উঠুক নব নব যৌবন চিরবসন্ত।
হিংসার বিদ্বেষে ভরা বধির জীবন নিয়ে কি করবে তুমি শুধু বেদনাবিধুর যন্ত্রণায় ভরা অশান্ত!
তাঁর চেয়ে স্রষ্টার প্রেমে একটি রাত আত্মনিবেদনে উৎসর্গ করো আবেদ আরাধনায়।
বিনিময়ে তুমি পাবে অনাদি অনন্ত শান্তির এক বিশাল রাজ্য জীবন ভালোবাসার উপহার অক্ষয়।
২৬/০২/২০২৪