মেনু

মাতৃভাষা

// এনামুল হক টগর

পৃথিবীর দিকে দিকে বাংলা ভাষার ধ্বনি শুনি বাংলা ভাষার ধ্বনি।
মৃত্তিকার মাঠে মাঠে মাতৃভাষার ধ্বনি প্রতিধ্বনি শুনি চেতনায় উজ্জীবিত বন্ধন।
একুশ আমার বাংলা ভাষা একুশ আমার আট ফাল্গুন প্রতিবাদ প্রতিরোধে সাম্য ধ্বনি।
একুশ আমার জীবন সংগ্ৰাম মিছিলে মিছিলে আহত বিক্ষত শ্লোগান অধিকারের বজ্রধ্বনি।
কতো ত্যাগ কতো বেদনা কতো তরুণ যৌবনে রক্ত বিনিময়ে প্রাণের বলিদান।
তখনও আমি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়নি জন্মভূমিতে শুনি ভাষার আসন্ন আনন্দোন!
হয়তো তত্ত্বজ্ঞানে ও মাটির গুপ্তধনে জন্ম আমার পৃথিবীতে অসন্ন জন্ম নতুন।
মায়ের রক্তের নিগূঢ় ভালোবাসা ও মর্মভেদে মাতৃভাষার এক মহা বিপ্লব!
মায়ের পেট থেকে বাণী শুনে হৃদয়ের আলো দীর্ঘ চেতনাতে মানবিক গৌরব!
জন্মভূমি রণাঙ্গনে যুদ্ধ ইতিহাস দীপ্ত বাক্য সমাজ সচেতন স্বাধীনতার বিবেক।
মাতৃগর্ভ থেকে আমার কর্ণে আসে আন্দোলিত প্রেম বাঙ্গালি জাতির মহা-ঐক্য!
শরিয়ত তরিকত হাকিকত মারফত সভ্যতার নয়নে জীবন আলোক!
মায়ের জঠরে থেকেই পবিত্র ধ্বনি শুনি বাংলা ভাষা বাংলা ভাষার দিকবিদিক ঝলক!
মনোযোগ ধ্যান তপস্যায় ও আত্মিক প্রেমে বিভোর আমি দিদারে অন্তর জাগরণ।
এই আদর্শ ভাষা এই মহা-সভ্যতার পবিত্র জ্ঞান থেকে জাতির মিছিল দৃঢ় দীপ্ত শ্লোগান।
কতো কবিতা কতো গল্প কতো উপন্যাস কতো গান কতো সুরের কোলাহলে উদ্যান নন্দন।
কালের ভেতর মহাকাল রফিক শফিক সালাম বরকত জব্বারের দীপ্তিময় প্রতিধ্বনি!
আরো অনেক আরো অনেক ভাষা শহীদদের জীবন ইতিহাস অমর জীবন প্রেমে ক্রন্দন!
মাতৃত্বের ভালোবাসায় তাঁদের সাথে কথা বলি গুপ্তপ্রেমে মাতৃভূমি আপন!
বাংলা আমার বাংলা আমার মা জননী দূর দৃষ্টি দীপ্ত নয়ন!
বাংলা আমার অ আ উ ক খ শ ঙ অভিজ্ঞতার প্রেমে প্রথম জন্ম জ্ঞান।
নিয়ে এই প্রিয় মাতৃভূমিতে যখন ভূমিষ্ঠ হলাম ভাষার ন্যায়পরায়ণ অধিকার প্রতিবাদ।
আমার কর্মপ্রচেষ্টা দুঃখ কষ্ট ও ত্যাগের গভীরে জীবনশক্তির শস্যের রসদে চাষাবাদ।
তখনই জাতির ভীত শক্ত ও বিকশিত হলো দীপ্ত প্রাণ বহমান নদীর দীর্ঘ জীবন সুন্দর।
চৈতন্যের গভীরে আমার আজন্ম সংগ্ৰাম হৃদয়ে বাংলা ভাষার প্রেম হলো দীপ্তকর!
স্বদেশের ভালোবাসায় আমি জন্মভূমির জয়গান গাইলাম বিপ্লবী জীবনে দীর্ঘ মানবতার।
মুক্তির বাসনায় আমার হৃৎপিণ্ডের গভীরে বিপ্লব ঝড় তুললো মুক্ত স্বাধীনতার!
দেহের জমিনে অরণ্য প্রকৃতি নদী সাগর ও মহাসাগরের তুফান ঝড়ে যৌবন হলো বিপ্লবী।
পশু পাখি সূর্য নক্ষত্র সংগ্ৰামী হয়ে উঠলো আকাশ বাতাস রূপালী চাঁদের দীপ্ত গৌরব।
পলাশ ফুলের সংগ্ৰাবী চিঠির ভাষা আমাকে ডাকলো আগামী যুদ্ধের রণাঙ্গনে মহাবিপ্লব।
আমি সংগ্ৰামী আমি সময়ের ইতিহাস বুকে নতুন করে ঘুরে দাঁড়ালাম মহান জাতির আর্দশ আদব।
আমি শ্রেণিহীন আমি বৈষম্যহীন আমি ভেদাভেদ মুক্ত আগামী সাম্যের শুভ বিবেক।
আমি চেতনায় শুনি রফিক চন্দ্র সূর্য ও নক্ষত্রের কাছে কথা দিয়েছিল মুক্তির!
আমি তৃতীয় নয়নে দেখি শফিক দিন ও রাত্রির কাছে কথা দিয়েছিল নতুন আলোর!
আমি সবুজ ভূমিতে কান পেতে শুনি বরকত
সদ্য শিশু ও কৃষাণ কিষাণীর,
কাছে কথা দিয়েছিল মহা-সংস্কার মহা-সাম্যের জীবন সুদূর।
আমি প্রবাহমান নদীর স্রোতে মাঝির গানে শুনি জব্বার,
জাতির বিবেক ও বোধের কাছে কথা দিয়েছিল ক্ষুধা মুক্তির।
আমি মিছিলে মিছিলে শ্লোগান ধ্বনি শুনি সালাম,
মৃত্তিকা কৃজ্ঞচূড়া রজনীগন্ধা ও শাপলার কাছে কথা দিয়েছিল গভীর দেশপ্রেম।
আমরা সবাই বিদগ্ধ মাতৃভাষার কাছে কথা দিয়েছিলাম সমান অধিকার খাদ্য বস্ত্রের।
আমাদের ভাষা হবে বাংলা আমাদের ভাষা হবে বাংলা।
আমারা বাংলা ভাষা চাই আমারা মায়ের ভাষা চাই ভালোবাসার বাংলা।
আমারা বীর আমারা মহাবীর আমরা সৈনিক আমরা মজলুম দেশপ্রেম বিজয়।
আমাদের জীবন দীপ্ত আমাদের মৃত্যু অমর আমাদের ভাষার শেকড় রসদ অফুরন্ত অক্ষয়!
আমরা বাংলায় কথা বলি দেশপ্রেমের আলো ছড়াই প্রভাতে কিরণ দীপ্ত পরিচয়।
যারা ইতিহাসে অবিস্মরণীয় শহীদ জানি তাঁরা আর ফিরে আসবে না পূর্ণজনম নতুন!
তাঁরা অমর তাঁরা সময় তাঁরা জ্ঞানের বৃত্তে ইতিহাস নব নব বার্তা চেতনার ফাল্গুন!
তাঁরা একই কেন্দ্রবিন্দুতে ঘুরে ঘুরে ফিরে ফিরে প্রত্যাবর্তন করে স্থির প্রজ্ঞায় নিপুণ।
ভাষা শহীদদের মৃত্যুঞ্জয়ী চোখ দিকে দিকে জ্ঞান ছড়ায় উত্তরসূরীদের জীবন বিজ্ঞ চৈতন্য।
জীবনের অমরত্ব সৌরভ ও গৌরবে পতাকা উড়ে অভিজ্ঞতার সুদূর চেতনায়।
আমাদের স্বপ্নগুলো কথা বলে নিবিড় নক্ষত্রের সাথে আঁধার ভেঙে আলোর ঠিকানায়।
কষ্টের দহন জ্বালায় হৃদয় অঙ্গার করে অভাব অনাটনে জীবন সংসার।
তবুও সংগ্ৰাম যুদ্ধ আন্দোলন সময়ের প্রয়োজনে ন্যায়পরায়ণ দাবি অধিকার।
অসন্ন স্বাধীনতার চেতনায় বাংলাদেশ বার বার জেগে উঠুক দৃঢ় সাম্য মাতৃভাষায়।
৮ই ফাল্গুন শহীদ মিনারে মুক্তির আসন্ন বাণী শোনায় মহান জাতির সূর্য উদয়।
ভবিষ্যত আন্দোলন জাতির পতাকায় জাগরণ ধ্বনি পূর্বাভাস শুনি পূর্ণ-চেতনায়।
বাংলার মানুষ স্বপ্ন দেখে নতুন আলোর সাম্য কিরণ অভাবমুক্ত পরিবর্তন।
তরুণ উল্লাসে দৃঢ় দীপ্ত যুবক যৌবন জোয়ারে গান করে চেতনার নয়ন।
অনাগত আগামীকে ডেকে ডেকে বলে জেগে ওঠো জেগে ওঠো দূর্বার মহা-জাতি।
তোমারা আবার জেগে ওঠো তোমারা আবার জেগে ওঠো নতুন সমাজ চেতনার প্রগতি।
শত্রুদের বিরুদ্ধে পূর্বাভাস সংকেত দাও ক্ষুধামুক্ত বিজয় সামনে সুদিন স্বাধীনতার।
আমরা রফিক আমরা শফিক আমরা সালাম আমারা বরকত আমরা জব্বার।
আমরা তোমাদের সাথে আছি আমরা তোমাদের সাথে থাকবো ফেব্রুয়ারি থেকে আগামী মুক্তির।
৮ ফাল্গুন চেতনায় অনাদি বিশ্ব মাতৃভাষার কল্যাণে উদয়।
এই মহান জাতিকে জাগিয় তুলে বিপ্লব সংগ্ৰাম আন্দোলনের গভীরে স্বাধীনতার।
২১/০২/২০২৪