মেনু

চিন্তা সর্বক্ষণ

— আজিম উল্যাহ হানিফ —
কখনো কখনো ভাবতে ভাবতে আমার
পিঠ-দেয়ালে ঠেকে যায়,
কোথায় ছিলাম,কোথায় আছি
আবার কোথায় চলে যাব?
কুরআন হাদীস মতে-ছিলাম রুহজগতে
এখন আছি পৃথিবীতে,
চলে যেতে হবে কবরে।
নি:শ^াস ত্যাগের মাধ্যমে সমাপ্তি ঘটবে পৃথিবীর।
শুরু হবে চিরকালের পরকালীন জীবন
দুনিয়ার ভাল আমলের হিসাব নিকেশ শেষে
আরাম আয়েশের ফয়সালা হতেও পারে!
কিন্তু আমার চিন্তা ভিন্ন-
একা আসা পৃথিবীতে, একা যাব কবরে আমি
চিরকাল থাকবো কি করে একা?
ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারবো তো সহজে?
কাল হাশরের ময়দানে প্রভু যদি মাফ না করে আমাকে?
কি উপায় হবে তখন, এই চিন্তা সর্বক্ষণ…