বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেছেন, আলহাজ্ব মমতাজ উদ্দিন ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের প্রাণপুরুষ। তার সুদীর্ঘ কর্মজীবন, রাজনৈতিক সংগ্রাম ও রাজনীতির প্রতি একনিষ্ঠ মনোভাব বর্তমান আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছে অনুসরণীয়। সারাদেশের মানুষ বগুড়ার মমতাজ উদ্দিনকে চিনতো এবং বঙ্গবন্ধুর আদর্শের এক অকুতোভয় সৈনিক হিসেবে জানতো। বগুড়ায় তিনি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করেছেন যা আজও স্মরণীয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সাতমাথায় জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব মমতাজ উদ্দিনের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। পরিদর্শনকালে ডিসি জিয়াউল হক বগুড়া ঐতিহাসিক সাতমাথায় এই চিত্র প্রদর্শনীর আয়োজন দেখে অভিভূত হোন একই সাথে মমতাজ উদ্দিনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (গোপনীয়) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, সদস্য গৌতম কুমার দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ।