নওগাঁয় বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের উদ্যোগে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে মা¯ক ও লিফলেট বিতরন এবং র‌্যালী অনুষ্ঠিত

নওগাঁয় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি মহাস্থান রেজিমেন্ট নওগাঁ সরকারী কলেজ শাখার উদ্যোগে কোভিড-১৯ এবং ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও মাস্ক বিতরন উপলক্ষে শহরে এক র‌্যালী বের করা হয়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সোমবার বেলা সাড়ে ১০টায় নওগাঁ সরকারী কলেজ চত্বর থেকে র‌্যালীটি বের করা হয়। হাসপাতাল সড়ক-দয়ালের মোড়-কাজির মোড়-মুক্তির মোড়-কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের মোড়-্উকিল পাড়া সড়ক হয়ে পুনরায় সরকারী কলেজ চত্বরে এসে শেষ হয়। র‌্যালী প্রদক্ষিনের সময় গুরুত্বপূর্ন স্থান সমুহে দাঁড়িয়ে পথচারীদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরন করা হয়।

নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মানিক কুমার সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালীর উদ্বোধন করেন। এ সময় বিএনসিসি নওগাঁ সরকারী কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোঃ শামসুল হক, মহাস্থান রেজিমেন্টের সার্জেন্ট শাহিনসহ নওগাঁ সরকারী কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, মহাস্থান রেজিমেন্টের কর্মকর্তাবৃন্দ এবং বিএনসিসি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।