আদিতমারী মহিষখোঁচা ব্যাংকে ঝাড়–দার পদে নিয়োগ নিয়ে টালবাহানার অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের সোনালী ব্যাংকে ঝাড়–দার পদে নিয়োগ নিয়ে দীর্ঘদিন যাবত টালবাহানা করে আসছে এমন অভিযোগ পাওয়া গেছে। এমন টালবাহানা করায় গত ৭ ফেব্রয়ারী ২০২১ ইং তারিখে এ্যাসিসটেন্ড জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক জোনাল অফিস কুড়িগ্রাম বরাবর আবেদন আকারে অভিযোগ করেছে ওই ব্যাংকের ঝাড়–দার মৃত চুনুলালের ছেলে অতুল। তিনি অভিযোগে বলেন, তার বাবা চুনু লাল আদিতমারীর মহিষখোঁচা ইউনিয়নের সোনালী ব্যাংকে ঝাড়–দার পদে চাকুরী করে আসছেন। এমতাবস্থায় গত ২০১৭ ইং সালে মৃত্য বরণ করেন। ওই সময় কথা হয়েছিল তার ছেলে অতুল অগ্রাধীকার বলে ওই পদে নিয়োগ দেয়া হবে। সে সময় থেকে বাবার চাকুরী নেয়ার জন্য সোনালী ব্যাংকে তার মা লিলিসহ যোগাযোগ করে আবেদন করেন। দীর্ঘ তিন বৎসর গত হয়ে গেলেও নিয়োগ দেয়া হয়নি। ফলে গত ৭ ফব্রয়ারী ২০২১ ইং তারিখে এ্যাসিসটেন্ড জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক জোনাল অফিস কুড়িগ্রাম আবেদন করেন। অতুল জানায়, বর্তমানে সে মা,স্ত্রী ও সন্তান নিয়ে কষ্টে দিন যাপন করছেন। এব্যাপারে মহিষখোঁচা সোনালী ব্যাংক ব্যবস্থাপক বলেন, জোনাল বিষয়টি জোনাল অফিস কুড়িগ্রামের ব্যাপার। এখানে তার হাত নেই। জোনাল অফিস থেকে অনুমতি আসলে সে নিয়োগ পাবে।