অযথা,অভিমানে হারিয়ে গেলে
গভীর চোরাবালির তলদেশে;
যৌবনের অল্পটুকু আনন্দ
কতটুকুই উপভোগ করলাম জীবনে,
কত কাছে ছিলে তুমি
হৃদয় স্পন্দনের ঠিক মাঝখানে
ভালোবাসার স্পর্শে
রৌদ্রজ্বল বিকেল পাখির কলতানে মুখর
যৌবনে প্রেমের বিশাল ময়দান।
সেই সময়,সেই দিন
বসন্তের বিশাল সুগন্ধি মেঠোপথ;
রক্ত শিরায় শিরায় বেঁজে ওঠে
তোমার আমার প্রেমের স্বপ্নসুখ।
তুমি দূরে থাকলে
হৃদয়ের স্যাঁতসেঁতে মরুদ্যান
নিমেষেই হয়ে যায় সাহারা মরুভূমি।
কখনও কখনও জীবন চলার পথে
সঠিক নির্দেশনা দিয়েছিলে
গভীর প্রেমের আচ্ছাদনায়-
এই জীবনে কেমনে ভুলে থাকি
শত চেষ্টা করেও ভুলতে পারি না’
স্মৃতির ডাইরির পাতাগুলো
আজও সযত্নে রেখে দিয়েছি আলমারিতে।
আমি একদিন কর্মের খোঁজে চলে গেলাম
কর্দমাক্ত মেঠোপথ পেরিয়ে
ইট পাথরে ঘেরা আধুনিক শহরে;
টাকাও জমাতে লাগলাম দিনে দিনে
বছর পেরিয়ে গেলো:
হঠাৎ একদিন উকিল বাবুর সাথে বিয়ে হলো
চলে গেলে অনেক দূরে
নিজের জীবনকে সাজিয়ে নিলে নতুন করে
আর আমি ভালোবাসার দিনগুলো মনে করে
আজও চোখের জল ফেলি অনবরত
বিশ্বাসঘাতকের করালগ্রাসে জীবন আমার
আগ্নেয়গিরির মতো জ্বলে প্রতিমুহুর্তে
আজ তুমি কতদূরে,
আমি বালুর চরে একাকী হেঁটে চলি
স্মৃতিগুলো ভেসে নিয়ে যায় অথৈ জলে
(সহকারি শক্ষিক)দুবলহাটী র্গালস হাইস্কুল এন্ড কন্ডিার র্গাটনে,নওগাঁ।