লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সরকারেরহাট বাজারসড়কের কাজ বাস্তবায়িত হয়েছে। লালমনিরহাট এলজিইডির অধিনস্তে কাজটি সরেজমিনে দেখাশুনা করছেন পাটগ্রাম উপজেলার প্রকৌশলী মাহবুব আলম। উপজেলা প্রকৌশলী মাহবুব আলম বলেন,উর্ধতন কর্তৃপক্ষের দেয়া নির্দেশনায় সরেজমিনে থেকে এই সড়কের কাজ বাস্তবায়িত। এতে ব্যয় প্রায় ৮৮ লক্ষ টাকা। তিনি বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানকে বলা হয়েছে ষ্টীমিট মোতাবেক কাজ করার জন্য। আর উপস্থিত থেকে তা করা হচ্ছে। লালমনিরহাট এলজিইডি দপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, ঠিকাদারের নিকট থেকে ষ্টীমিট মোতাবেক কাজ বুঝে নিতে পাটগ্রাম উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। সে মোতাবেক কাজ হচ্ছে। তবে শুধু এটাই নয় যে সড়কের কাজ চলছে তা ষ্টীমিট অনুযায়ী বুঝে নেয়া হবে। কাজের মান খারাপ হলে বিল প্রদান করা হবে না। একই মন্তব্য প্রকাশ করলেন পাটগ্রাম উপজেলা প্রকৌশলী মাহবুব আলম।