আবু ইসহাকঃ পাবানর আতাইকুলা থানা পুলিশ গত জানুয়ারী মাসে মাদকের আট মামলায় ০৮ আসামীকে আটক করেছে। ৫জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমানে সাজা দিয়েছেন ভ্রাম্যমানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
থনা সুত্রে জানা যায়, পাবনা ঢাকা মহাসড়কের বাসষ্ট্যান্ড আতাইকুলা বাসষ্ট্রান্ড। দেশের দুরপাল্লার সকল রুটের বাসসহ সকল যান চলাচল করে এ ষ্ট্যান্ড থেকে। এসুবিধাকে কাজে লাগিয়ে অতি সহজেই মাদকের জমজমাট ব্যবসা করছিল তারা। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, পাবনার নবাগত পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের জাকিরকে ইয়াবাসহ, একই গ্রামের সুমনকে ইয়াবাসহ, তৈলকপি গ্রামের আসাদুলকে গাজাসহ আটক করে থানায় মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়। একই মাসে পুলিশ সড়াডাঙ্গী গ্রামের ইমরানকে গাজাসহ, রঘুনাথপুর গ্রামের দু সহোদর ভাই মনিরুল ইসলাম ও মিঠুকে গাজাসহ আটক করে উপজেলা ভ্রাম্যমান আদালতে পাঠোলে আদালত সবাইকে ৩ মাস করে সাজা দেন। বৃহস্পতিপুর গ্রামের বারেক ও রেজাউল করিম সেলিমকে গাজাসহ আটক করে ভ্রাম্যমান আদালতে পাঠালে তাদের প্রত্যেককে ৩৫ দিনের সাজা প্রদান করেন। সাজা প্রাপ্তদের আদালাতে প্রেরন করা হয়েছে। ওসি কামরুল ইসলাম আরো বলেন আতাইকুলা থানা পুলিশ মাদকের বিষয়ে জিরো টলারেন্স। কাউকে ছাড় দেয়া হবে না। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সিদ্দিক হোসেন জানান, আটককৃতরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী, তাদের নামে একাধিক মামলা রয়েছে। বর্তমানে এলাকা মাদকের অনেকটা নিয়ন্ত্রনে রয়েছে।