সাইনবোর্ড়ের মোল্লা ও পণ্ডিত

সাইনবোর্ডের মূর্খ পণ্ডিত ও মোল্লা হয়ো না,
ইবাদত ও গবেষণা করে সত্যের সন্ধান করো স্মরণে।
সত্য খুঁজে পেলে ভুল অংকগুলো পরিষ্কার হয়ে যাবে সুদূর নয়নে!
বাপ দাদার পূর্ব কর্ম ও সততা নিয়ে অহংকার করো না।
নিজেকে গড়ে তোলে সভ্যতা ও মানবতায়,
হে দুনিয়া লোভী ভণ্ডরা অর্থের নেশায়,
আর কতোদিন আনন্দ-ফূর্তির খেলায়, দেশের সম্পদ লুট করে খাবে নির্দয়।
দুনিয়া নিয়ে এতো ব্যস্ত থাকার দরকার কি
হয়তো আগামী শত বৎসর তোমার উত্তরসূরীরা কোন বিবেক,
আর স্বজনরা পেটভরে খাবে কিন্তু তারপর দেখবে অবাক,
ভাগ্যকূল যেন নির্দয়, মাটির দেহটা ফেলে চলে যাচ্ছে নির্বাক।
একটু আগে না হয় একটু পিছে,নিরব একাকী!
মৃত্যুর আগেও কেউ যেতে পারে না,
পাপের পেছনেও কেউ দাঁড়াতে পারে না।
অবৈধ ঘুষের টাকায় নেশা করে চুর হয়ে,
তুমি ইবাদতের ভান করছো শয়তানের ধাঁধায়!
এই নাট্যশালায় খুন ব্যভিচার ও অন্যায় করে নির্দয়,
মাদক সন্ত্রাস ও লুটপাট যদি তোমার পথ হয়,
তবে তুমি দেশ সমাজ ও পৃথিবী বিরোধী অপরাধী নিশ্চয়।
এক সময় তুমি দেখবে আঁধারের খেলায়
কুখ্যাত সন্ত্রাসীর মতো আচমকা গুলি খেয়ে,
কুকুর কিংবা হিংস্র পশুর মতো পড়ে আছো জীর্ণ রাস্তায়।
মহাপাপ পাপীদের এভাবেই মৃত্যু উপহার দেয়।
বোকা তুমি বার-বার ভেবে দেখো সদয়,
অকল্যাণের খেলা গুলো তো শয়তানের বলয়,
জগত নাট্যশালায় নিজেকে চেনা বড় দায়,
না চিনলে ইবলিস শয়তান মরদুদ ও খান্নাস
তোমাকে চার পাকে বেঁধে রাখবে অসত্য পথে নিরাশ!
সাইনবোর্ড়ে অসত্য পণ্ডিত ও ফেতনাকারী মোল্লা না হয়ে,
নবীর প্রেমে মহান আল্লাহর পথে ধ্যানে বিস্ময়,
সালেক ও আবেদ হয়ে ইবাদত করো বিনয়।