ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হয়রানি বন্ধসহ পাঁচ
দফা দাবি আদায়ে ভারতের পেট্রাপোল বন্দরে আন্দোলন করছে ‘জীবন-জীবিকা
বাঁচাও’ নামে একটি সংগঠন। এর ফলে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি
বাণিজ্য বন্ধ রয়েছে।
রবিবার সকাল থেকে ভারতের পেট্রাপোল বন্দরে আন্দোলন করছে সংগঠনটি। তবে
আমদানি-রপ্তানি পণ্য পরিবহন বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত
স্বাভাবিক রয়েছে।
আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুই বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত
পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে। এ পর্যন্ত কোনো সমাধান না আসায় বাণিজ্য সচল
অনিশ্চিত হয়ে পড়েছে। এতে ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের কবলে পড়েছেন।
আটকা পড়া পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, মাছ, শিল্প কলকারখানার
কাঁচামাল, তৈরি পোশাক, মেশিনারিজসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য।
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন এই বন্দর দিয়ে ভারত থেকে
প্রায় পাঁচ শতাধিক ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশে আমদানি ও দেড়
শতাধিক ট্রাকে বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। বাণিজ্যিক কার্যক্রম
সম্পাদনে ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যরা বেনাপোল বন্দরে আসা-যাওয়া
করতেন। কিন্তু সীমান্তরক্ষী বিএসএফ সম্প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে
তাদের যাতায়াত বন্ধ করে দেন।
এছাড়া বিএসএফের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ট্রাক তল্লাশিতে দীর্ঘ সময়ক্ষেপণ
হচ্ছে। এসব সমস্যা সমাধানে আন্তরিক হতে কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু
কোনো সমাধান না আসায় বাধ্য হয়ে বন্দর জীবন-জীবিকা বাঁচাও সংগঠনটি
কর্মবিরতি পালন করে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়।