নিজের না থাকায় অন্যের বাড়ী বাড়ী থেকে বেড়ায় ২৩ বছর ধরে। শীতে ঠান্ডায় গায়ে দেয়ার নেই কেতা কম্বল। লালমনিরহাটের ডিসি সদর ইউএনও অনেক দিল সরকারী বাড়ী ও কম্বল। সেও তার কপালে জুটনি। ভুমিহীনের তালিকা করলে নাই তার নাম। এই শীতে অন্যের বাড়ীতে পাক ঘরের কোনায় কাঁপতে কাঁপতে রাত কাটাচ্ছে আছিয়া বেগম। দেখার কেউ নেই। এমন অবস্থা শনিবার ২৯ জানুয়ারি সকালে দেখা গেল। তার বাড়ী মোগল হাট ইউনিয়নের ১নং ওয়ার্ডে। নাম আছিয়া বেগম।পিতা মৃত পয়রুল্লাহ। স্বামীও ভুমিহীন। আগে হাটে হাট ঝাড়ু দিয়া গিয়াছিল। এখন দেখাও যায় না। বর্তমানে সে বানভাসার তার এক বোনের বাড়ীতে ওই অবস্থায় রয়েছে। তার বোনের ও নেই জমি জমা বা সম্বল। সেও ছেলে মেয়ের বাড়ী বাড়ী থাকি বেড়ায়। তাই লোকে বলে কপালের দুঃখ খন্ডায় কে?