যথাযথ মর্যাদায় ঈশ্বরদীতে বিএনপি’র মহান স্বাধীনতা দিবস পালন

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’২০২৫ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে।

দিবসটি পালন উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) সকালে রেলগেটস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় সংগীত এর সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বের করা হয় বিশাল শোভাযাত্রা। শোভাযাত্রাটি আলহাজ্ব মোড়স্থ স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। এসময় বিএনপি ও অংগ সংগঠনের নেতারা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিযয়া পিন্টু, বিএনপি নেতা মাহাবুবুর রহমান পলাশ, এস এম ফজলুর রহমান, আজমল হোসেন ডাবলু, আজিজুর রহমান শাহিন, আতাউর রহমান পাতা, দুলাল সরদার, বিষ্ট সরকার, আবু সাঈদ লিটন, দুলাল মন্ডল, জাহাঙ্গীর আলম (ঠাকুর জাহাঙ্গীর), ইসলাম হোসেন জুয়েল, পৌর যুবদলের আহব্বায়ক জাকির হোসেন জুয়েল, সাবেক ছাত্রদল নেতা মোস্তফা নুরে আলম শ্যামল, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুর রহমান জুয়েলসহ বিপুল সংখ্যক নেতা ও কর্মি এসময় উপস্থিত ছিলেন।

preload imagepreload image