চাটমোহরে বিএনপির উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে নেতা কর্মীরা চাটমোহর পৌর সড়কের প্রধান সড়কে শোভাযাত্রা করে। উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে। শহীদদের স্মৃতির স্মরণে এক মিনিট নিরবতা পালন করে।
এসময় চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ্যাড.আশরাফুজ্জামান হালিম, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, যুগ্ম আহবায়ক মিলন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল রানা, খাইরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।