তাড়াইল উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার ইউনিটের স্বাধীনতা দিবস উদযাপন

মজিবুল হক চুন্নু,তাড়াইল(কিশোরগঞ্জ)

প্রতিনিধি ঃ
২৬ মার্চ- ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন আজ, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

তাড়াইল উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার ইউনিটের উদ‍্যোগে ২৬ শে মার্চের মহান স্বাধীনতা দিবসে বীর সেনা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৬.১ মিনিটে তাড়াইল উপজেলা শহীদ মিনারে পুষ্প অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সিদ্দিকী, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান,তাড়াইল উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা ইউনিটের সভাপতি দৈনিক বাংলাদেশ সমচার হাজী মোহাম্মদ শহিদুল ইসলাম, দৈনিক ভোরের আকাশ তাড়াইল উপজেলা প্রতিনিধিঃ মোহাম্মদ রফিকুল ইসলাম ভূইয়া , দৈনিক নওরোজ’র উপজেলা প্রতিনিধি ঃ মজিবুল হক চুন্নু , দৈনিক অগ্রযাত্রা উপজেলা প্রতিনিধি ঃ আমিনুল ইসলাম রিপন, সদস্য এছাড়াও আমন্ত্রিত অতিথি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।