সিংড়া শোলাকুড়ায় ভাঙ্গা বাঁধ হয়নি মেরামত,সুকৌশলে বাঁধের মাটি বিক্রি প্রভাবশালীদের

নাটোর প্রতিনিধি
সিংড়া শোলাকুড়ায় ভাঙ্গা বাঁধ হয়নি মেরামত,সুকৌশলে বাঁধের মাটি বিক্রি প্রভাবশালীদেরসিংড়া
শোলাকুড়ায় ভাঙ্গা বাঁধ হয়নি মেরামত,সুকৌশলে বাঁধের মাটি বিক্রি প্রভাবশালীদেরজানা যায়,একটি এস্কেভেটরের (ভেকু) প্রতিদিন গড়ে দুইশত ট্রাক্টর মাটি কাটে যা বিক্রি হচ্ছে বিভিন্ন স্থানে। এসব মাটি প্রায় এক হাজার টাকা গাড়ি বিক্রি করছেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা।এই কর্মকাণ্ড চলছে প্রায় একমাস যাবত।

পরিসংখ্যানে দেখা যায় দুইটি এস্কেভেটর (ভেকু) দ্বারা প্রতিদিন প্রায় চারশত ট্রাক্টর মাটি বিক্রি করা হয়েছে।আর দিনে প্রায় চার লক্ষ টাকা রোজগার হলে এক মাসে প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকার মাটি বিক্রি করা হয়েছে।

জমি মালিক মো. রিয়াজুদ্দিন এই প্রতিবেদককে জানায়,আপনি কেন এখানে এসেছেন আপনাদের জন্য বরাদ্দকৃত অর্থ আপনাদের সংগঠনের পৌঁছে দেওয়া হয়েছে।এ বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে তিনি আর কিছু জানাননি প্রতিবেদককে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলাম জানান, সংবাদ কর্মিদের কাছে খবর পেয়ে
ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছেন। তিনি জানান, কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।এবং এস্কেভেটরের (ভেকু) ব্যাটারি জব্দ করা হয়েছে।