পাবনায় নাগরিক মঞ্চ সমর্থিক মেয়র প্রার্থীর নির্বাচনী ইসতেহার ঘোষনা

পাবনা প্রতিনিধি : আগামী ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনে নাগরিক মঞ্চ সমর্থিক মেয়র প্রার্থী শরীফ উদ্দিন প্রধান ২২ দফা সম্বলিত নির্বাচনী ইসতেহার ঘোষনা করেছেন।
মঙ্গলবার দুপুরে বীণাবাণী সিনেমা হলের সামনে তার নির্বাচনী প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ইসতেহার ঘোষনা করেন।
নাগরিক মঞ্চের আহবায়ক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড জাকির হোসেনের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য ও নির্বাচনী ইসতেহার ঘোষনা করেন নাগরিক মঞ্চ সমর্থিত মেয়র প্রার্থী শরীফ উদ্দিন প্রধান।
বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন সম্মেলনে বক্তারা আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। পৌর এলাকার কয়েকটি স্থানে বিশৃংখলার সম্ভবনা জানিয়ে বক্তরা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত বিজিবিসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েনের দাবী জানান। একই সাথে তারা বেশ কয়েকটি অনিয়ম উল্লেখ করেন। প্রশাসনের প্রতি আস্থা রেখে অনিয়ম প্রতিরোধের হুসিয়ারি দেন তারা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, লিয়াকত তালুকদার, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান টিংকু, নাগরিক মঞ্চের উপদেষ্টা সুলতান আহমেদ বুরো, সাবেক ছাত্রলীগ নেতা মো. সেলিম হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকার আলীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।