ভাটা

খুঁজে ফিরি অবিরত মিলে নাহি দেখা
বেদনার বালুচরে বসে আছি একা
শূন্য এক মরুভূমি চারিদিকে ফাঁকা
ঘোর এক অমানিশা স্মৃতিপটে আঁকা।

মনন দ্যুলোকে আজ ঘন কালো মেঘ
প্রচ্ছন্ন শক্তি হারায় নব গতিবেগ
ভাবনার মর্তে ঐ জমে থাকা ধুলি
বিষাদের কষাঘাত নাহি যেন ভুলি।

যতই আসুক জরা এই ধরাধামে
পুঁতে রেখে দেবো তারে বদ্ধ এক খামে
জীবন চলার পথে পদে পদে কাঁটা
সাহসী জীবনে কভু নাহি পড়ে ভাটা।

অবিচল অভিলাষে আহরণ চূড়া
আশাপ্রদ ঐ খ্যাতি জুটে জগতজোড়া।