আটঘরিয়ায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষীকী উদযাপন ও শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতা শিক্ষক পরিষদ, আটঘরিয়া উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষীকী উদযাপন ও শিক্ষা ব্যবস্থা জাতীয় করণের লক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজ এভাবে কথা বলার অধিকার পেতাম না। বঙ্গবন্ধু শিক্ষকদের জন্য অনেক দিয়েছেন। বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও সেই ধারাবাহিকতায় শিক্ষকদের জন্য অনেক করেছেন। আমরা আশা করি আগামীতে শিক্ষা ব্যবস্থা জাতীয় করণ ঘোষণার মধ্যদিয়ে শিক্ষকদের প্রাণের দাবী পুরণ করবেন জননেত্রেী শেখ হাসিনা।
গতকাল ( ১৬ জানুয়ারি) আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী কলেজের শিক্ষক মিলনায়তনে কলেজের অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠিনিক সম্পাদক অধ্যক্ষ তেলোয়াত হোসাইন খান। বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাশিপ পাবনা জেলা শাখার সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মেনহাজ উদ্দিন, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ এনামুল হক চৌধুরী টগর, উপাধ্যক্ষ নজরুল ইসলাম খান বাবু, প্রভাষক এস এম মাহবুব আলম ও সহকারী প্রধান শিক্ষক হেলাল উদ্দিন এবং পাবনা সদর উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আশরাফুল ইসলাম । প্রধান বক্তার বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদ পাবনার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ সুজন মাহমুদ। উপস্থিত শিক্ষকগণের মধ্যে বক্তব্য দেন ক্ষিদিরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আখের উদ্দিন, প্রধান শিক্ষক মনায়েম হোসেন, সুপার আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন। আলোচনা শেষে দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান কে সভাপতি এবং দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট স্বাশিপ আটঘরিয়া উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এছাড়া চাঁদভা আলিম মাদরাসার প্রিন্সিপ্যাল মাওঃ রইচ উদ্দিনকে সভাপতি এবং শ্রীকান্ত মহিলা দাখিল মাদরাসার সুপারকে সাধারণ সম্পাদক কে ও ৬১ সদস্য বিশিষ্ট স্বাশিপ আটঘরিয়া উপজেলা মাদরাসা কমিটি ঘোষণা করা হয়।