লালপুরে মাছের সঙ্গে এ কেমন শত্রুতা


নাটোর প্রতিনিধি
শত্রুতা করে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউপি গন্ধগবিন্দপুর গ্রামের এক মৎস্যচাষির পাঁচ
বিঘা পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ মন মাছ মেরে ফেলেছে দুবৃর্ত্তরা। গত বৃহস্পতিবার রাতে এই
বিষ প্রয়োগের এই ঘটনা ঘটে।
আজ শনিবার(১৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, উৎসুক লোকজন মৃত
মাছগুলো দেখছেন আর আফসোস করে বলছেন‘এ কেমন শত্রুত্#া৩৯;
এসময় মাছ চাষী মো. সুকচান আলী মাছের এমন মৃত্যু দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। তিনি
অভিযোগ করেন,‘শত্রুতা করে আমার পুকুরে বিষ প্রয়োগ করে আমাকে সর্বস্বান্ত করা হয়েছে। আমি
যুব উন্নয়ন পাবনা অফিসের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী দীঘ দশ বছর যাবত লিজ নিয়ে এই
পুকুরে মাছ চাষ করে আসছি। গত রাতে কে বা কাহারা শত্রুতা করে আমার পুকুরে বিষ দিয়ে সব মাছ
মেরে ফেলেছে। এতে প্রায় ৬লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরো বলেন এঘটনায়
তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।’
লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করা হবে