লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে ভুমিহীনেরে বাড়ী বাড়ী গেলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনসুর উদ্দিন। শুধু তাই নয় মুলতঃ ভুমিহীনের নামের তালিকা করে সরকারী ঘড় পাবে এমন তালিকাও নিজেই করলেন তিনি। ফলে সেখানে থাকলো না আর কোন ভুমিহীন ব্যতিত অন্য কেউ। এই বিরল দৃশ্য দেখে স্থানীয়রা ও ভুমিহীনগন অনেক আনন্দিত। ভুমিহীনরা বলেন, আদিতমারী ইউএনও তার অফিসের কর্মকচারীদের নিয়ে মুলতঃ ভুমিহীনদের তালিকা করেন উপজেলার কমলাবাড়ী ও ভেলাবাড়ী ইউনিয়নে। আসছিলেন ভেলাবাড়ী ইউনিয়ন ভুমি অফিসে জেলা প্রশাসক মো.আবু জাফর নিজেই। ভুমিহীনরা বলেন, আমাদের নামের তালিকায় ইউনিয়ন ভুমি কর্মকর্তাকে স্বাক্ষর নেয়ারও নির্দেশ দিয়েছে। সে মতে আমরা ভুমিহীনরা ভেলাবাড়ী ইউনিয়ন ভুমি অফিসে যেয়ে স্বাক্ষরও দিয়ে আসছি। সরকার আমাদের চিরদিনের থাকার ব্যবস্থা করে দিয়েছে। এর আগে কেউ তা করে দেয়নি। অন্যের বাড়ী বাড়ী কাজ করে সেখানে রাত কাটাঁতে হতো। এবার আর সে কষ্ট আমাদের মতো দরিদ্র মানুষদের আর থাকছে না। সরকার সে ব্যবস্থা আমাদের করে দিয়েছে। আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, সরকারী নির্দেশ মোতাবেকে ভুমিহীনের তালিকা করে সরকারী ঘড় দেয়ার নির্দেশ রয়েছে। সে নির্দেশ জেলা প্রশাসক দিয়েছেন। সেমতে কাজ করা হচ্ছে। এছাড়া কেউ যদি ভুল তথ্য দিয়ে ঘড় নেন এবং তা প্রমাণিত হয় তার ঘড় বাতিল করা হবে।