ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
মুজিব শতবর্ষ উপলক্ষে কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে জনবল গড়ে তোলার লক্ষ্যে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন পরিষদে কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়। বুধবার বিকেলে সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিএসপি-৩ প্রকল্পের উপ-পরিচালক আফরোজা আখতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস ও এলজিএসপি’র পাবনা জেলা ফ্যাসিলেটর আশরাফুল আলম।
আফরোজা আখতার বলেন, বর্তমানে ডিজিটাল বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। ব্যবসায়িক উন্নয়ন বা সক্ষমতা বৃদ্ধির জন্য আজ ব্যবসায়িক কাজে প্রযুক্তির প্রয়োগ অবশ্যম্ভাবী। তিনি আর বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অঙ্গীকার অনুযায়ী প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রজাতন্ত্রের সকল মতার মালিক জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রচেষ্টা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সেবা প্রদানের প্রাচীনতম প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদকে শক্তিশালী কার্যকর সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্যই সরকারের এই উদ্যোগ। সঞ্চলনা করেন শহিদুল্লাহ খান।